• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আলোকিত নারী "জয়িতা"


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০১ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:১০ পিএম;
আলোকিত নারী "জয়িতা"
আলোকিত নারী "জয়িতা"

আলোকিত নারী "জয়িতা".

সালমা বেগম.

*************************************.

সফল নারী পরিচয় তোমাদের জয়িতা.

নাম রাখা,.

দগ্ধ দহন-এর ছাই থেকে ওঠা জলন্ত.

অগ্নিশিখা।.

তোমাদের আলোয় আলোকিত পরিবার,.

সমাজ, তথা দেশ,.

অতুলনীয় অবদান তোমাদের রয়েছে.

নেইকো যাহার শেষ।.

এগিয়ে যাও দুরন্ত গতিতে আলোর.

মিছিল নিয়ে,.

অন্ধকারে প্রদীপ জ্বালাও !!তোমাদের.

প্রতিভা দিয়ে।.

কন্যা বলে তোমাদের যারা করেছে.

টানা হিঁচড়ে....

কর্মের দ্বারা তাদের অহংকার দিয়েছো.

দুমড়ে মুচড়ে।.

অনেক সয়েছো অবহেলা অবজ্ঞা.

হয়েছো নির্যাতিত.

অসম্মানের কালিমা মেখে রয়েছো.

সদা ভীতু।.

কোন ঠাসা হয়ে রয়েছো তোমরা ছাই.

হয়েছো পুড়ে....

পোড়া ছাঁই থেকে উঠেছো তোমরা ,.

দাঁড়িয়েছো আবার ঘুরে।.

ভুলে যাও আজ, বলছি তোমাদের ওহে.

"জয়িতা" নারী!!.

কে কি ছিলে, পিছনে কি বলে, তাকাইও না আর.

তোমরা "জয়িতা" এসো মানব কল্যাণ করি।.

সকল বাঁধা উপেক্ষা করে কিভাবে.

সফল হলে?.

অবহেলিত নারীর সাহস যোগাও.

তোমাদের জীবনী বলে.

তোমাদের আলোয় আলোকিত হোক আছে যতো.

হোঁচট খাওয়া অবহেলিত বঞ্চিত নারী,.

পথ চলুক নতুন উদ্যমে!!! আলোর হোক.

কান্ডারী।.

ভয়কে জয় করবে নারী আলোর.

দুয়ার খুলে....

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে একই.

পতাকা তলে।.

 .

রচনা কালঃ ০১--০১-- ২০১৯ খৃঃ.

স্থানঃ পটুয়াখালী.

♥️????♥️"জয়িতা অন্বেষণে বাংলাদেশ " এর সফল সকল নারীদেরকে উদ্দেশ্য করে আমার লেখা কবিতা টি সকল "জয়িতা "নারীদেরকে উৎসর্গ করলাম। ♥️????♥️. .

ডে-নাইট-নিউজ / সালমা বেগম

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ